Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তথ্য বাতায়নের মাধ্যমে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত তথ্য ও সেবা বাতায়ন হতে গ্রহণ করুন।    পরিবার পরিকল্পনা সেবা,গর্ভবতী সেবাসহ সকল তথ্য ও পরামর্শের জন্য কল করুন : সুখী পরিবার কল সেন্টার : ১৬৭৬৭


আমাদরে অর্জন সমুহ

বাগেরহাট বিশিষ্ট ইসলামি সমাজ সংস্কারক ও পীর খাজা খানজাহান আলীর পূণ্যভূমি। এ জেলার ই একটি উপজেলা কচুয়া। ইসলামী সংস্কৃতির ধারক ও বাহক এই উপজেলাটি বাগেরহাট জেলার পূরব পাশ ঘেষে অবস্থিত একটি ছোট উপজেলা । স্বাধীনতা উত্তর জনসংখ্যা নিয়ন্ত্রণ তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। ফলে কচুয়া উপজেলার জনসংখ্যার বৃদ্ধির হার কমে এখন ১.০৭% দাড়িয়েছে । বর্তমানে টিএফআর ১.৫৪ এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৭২%। এছাড়া অপূর্ণ চাহিদার হার ৯.৫% ( ২০১৪ বিডিএইচএস) থেকে কমে ৮% এবং ড্রপ আউট রেট ৩০% দাড়িয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ২৪/৭ ঘন্টা প্রসূতি সেবার ব্যবস্থা করা হয়েছে। ফলশ্রুতিতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারীর হার (৬৫% ) এ উন্নীত হয়েছে।